ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
মানবন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি ফিলিস্তিন’, ‘উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন’, ‘জেরুজালেম বিলংস টু ফিলিস্তিন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মশিউর সাদ বলেন, ‘দখলদার ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। ফলে মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে পশ্চিমা মিডিয়াগুলো এটাকে ওয়ার ইন ইসরায়েল বলছে। তারা চায় গাজা থেকে চিরতরে মুসলিমরা সরে যাক। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। এ কর্মসূচি থেকে আমরা ফিলিস্তিনিদের সহানুভূতি জানাচ্ছি।’
ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘আমরা মুসলিমরা একটি দেহের মতো। তাই যখনই বিশ্বের কোথাও মুসলিমরা আঘাতপ্রাপ্ত হন, তখনই আমাদের দেহেও আঘাত লাগে। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসাইন প্রমুখ। এ সময় প্রায় দেড় শতাধিক শিক্ষর্থী উপস্থিত ছিলেন।