আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
চলতি বছর আটটি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরুর দিন বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে অনুষ্ঠিত হবে।’
চট্টগ্রাম বাদে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু হয়।
বন্যার কারণে কারিগরি, মাদ্রাসা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। এসব বোর্ডে পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন। বাকি ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী। মোট ৯ হাজার ১৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে।