চলমান ভর্তি পরীক্ষার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) খবারের মূল্য থেকে বাস ভাড়া- সবকিছুই বেড়েছে কয়েকগুণ। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একংশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ফটকে তালা দেয় চবি ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা। এ সময় মুহুর্মুহু শ্লোগান দিতে থাকেন তারা। রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।
আন্দোলনকারীদের অভিযোগ, চলমান ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য শুরু করেছে। ক্যাম্পাসে চলা ও ক্যাম্পাসের উদ্দেশে আসা বাস, সিএনজি অটোরিকশা ও রিকশাগুলো কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছে।
অন্যদিকে আবাসিক হলগুলোতে ধারণ ক্ষমতার বেশি মানুষ অবস্থান করলেও হলে বিদ্যুৎ ও পানির সংকট। খাবারের দাম নিয়েও চলছে নৈরাজ্য; দোকানগুলোতে নেয়া হচ্ছে বাড়তি দাম।
সিক্সটি নাইন গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘বাস-সিএনজি ভাড়া বেশি নেয়া, খাবারের দাম বৃদ্ধিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ফটকে তালা দিয়েছে। এই বিষয়ে আমরা প্রক্টরের সঙ্গে আলোচনা করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।