বিগত বছরগুলোর ধারাবাহিকতা ভেঙে এবার চারুকলা অনুষদভুক্ত চারুকলা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিযুদ্ধ।
শনিবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ পরীক্ষা শুরু হয়। সেটি চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
আবেদন কম থাকায় শুধু চারুকলা ইউনিটের পরীক্ষা ঢাকা কেন্দ্রে হচ্ছে। বাকি তিনটি ইউনিটের পরীক্ষা হবে বিভাগীয় শহরে।
অন্যান্য বছর চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অংকন পরীক্ষা আলাদা দিনে হলেও এবার দুই পরীক্ষাই একসঙ্গে নেয়া হচ্ছে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা পাঁচ হাজার ৯৬৫। আর ভর্তির জন্য আবেদন জমা পড়ে ২ লাখ ৯৮ হাজার ৫০০টি।
চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। আর এই ইউনিটে ভর্তির জন্য সাত হাজার ৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে এই ইউনিটে আসনপ্রতি লড়ছেন ৫৪ জন শিক্ষার্থী।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এর মধ্যে চারুকলা ইউনিট ছাড়া বাকি সব ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অংকন পরীক্ষা থাকছে। এই ইউনিটে বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও অংকন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়।
অন্যান্য ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।
চারুকলা ইউনিটের পর আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ২৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়। ২০ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছেন।