ভাল দক্ষতা থাকলে আপনিও হতে পারেন একটি এজেন্সির মালিক। এর জন্য দরকার নির্দিষ্ট একটি গাইডলাইন, আর কর্মস্পৃহা। এরই ধারাবাহিকতায় বঙ্গীয় ডটকম নিয়ে এসেছে পূর্ণাঙ্গ একটি এজেন্সি বিজনেস-এর কোর্স।
সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে এজেন্সি শুরুর জন্য ধাপে ধাপে কাজ করাটাই শ্রেয়। এই ধাপগুলো একের পর এক সাজিয়েই তৈরি করা হয়েছে এজেন্সি মাস্টারমাইন্ড কোর্সটি।
ডিজিটাল এজেন্সি বিজনেস কোর্সটির ট্রেইনার পিযুস কুমার সাহা। দীর্ঘ ১০ বছর ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করছেন তিনি। একসময় কাজ করেছেন গুগল বাংলাদেশের অ্যাকাউন্ট স্ট্রাটেজিস্ট, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার হিসেবে। এ ছাড়া বেসিস-বিআইটিএমে তিনি কর্মরত ছিলেন ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক হিসেবে।
বঙ্গীয় ডটকমের প্রতিষ্ঠাতা পিযুস কুমার সাহা বলেন, ‘এজেন্সি কোর্সটি সমসাময়িক ক্যারিয়ার প্ল্যান থেকে ভিন্ন কিছু করার নতুন দিক উম্মোচন করবে। তথাকথিত ও গতানুগতিক কোনো কোর্সের মতো নয় এটি। বরং যেকোনো ক্যারিয়ারে থেকে আপনিও শুরু করতে পারেন এজেন্সি বিজনেস।’
কোর্সের বিষয়
‘এজেন্সি বিজনেস মাস্টারমাইন্ড ১.০’ নামের কোর্সটি একটি সফল এজেন্সি গড়ে তোলার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয় ও উপকরণ নিয়ে সাজানো। এজেন্সি বিজনেসের ফাউন্ডেশন (প্রকৃতি, ধরন, পদ্ধতি ইত্যাদি), ওয়েবসাইট তৈরি, অডিয়েন্স এবং মার্কেট রিসার্চ স্কিল, ই-মেইল মার্কেটিং, কপিরাইটিং ও ক্যাম্পেইন তৈরি, লিংকডইন আউটরিচ পদ্ধতি, হোয়াটসঅ্যাপ, এসএমএস মার্কেটিং মেথড ইত্যাদি।
কোর্সটির সুবিধা
মাসিক দুটি লাইভ ক্লাস, ৩০ ঘণ্টার রেকর্ড কোর্স, কোর্স লাইফটাইম এক্সেস, লাইভ জুম সাপোর্ট, সার্টিফিকেট ও সবচেয়ে বড় এজেন্সি মালিকদের কমিউনিটি থাকায় কোর্সটি আপনার জন্য হতে পারে পরিপূর্ণ সমাধান।
কোর্সটি করার জন্য সরাসরি https://bongiyo.com/course/agency-business-training-in-bangladesh লিংক থেকে কোর্সটি সম্পন্ন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় সুবিধামতো যেকোনো সময়ে কোর্সটি করা যাবে।
ভিডিওগুলো বারবার দেখে অনুশীলন করার সুযোগ রয়েছে। সেই সঙ্গে লাইফটাইম সাপোর্ট তো থাকছেই। কাজ করতে করতে কোথাও আটকে গেলে সরাসরি সাপোর্ট-ব্যবস্থাও আছে। যারা ইন্ডাস্ট্রিতে থাকতে চান অথবা ক্যারিয়ারকে এগিয়ে নিতে চান, তাঁদের জন্য ‘এজেন্সি বিজনেস মাস্টারমাইন্ড’ কোর্সটি হতে পারে সুদূরপ্রসারী একটি পরিকল্পনার শুরু।
যেকোনো বিষয়ের সম্যক ধারণা নিয়ে নেওয়ার পরই সেটা থেকে পরিপূর্ণ সফলতা আদায় করে নেয়া যায়। সুতরাং সফল ক্যারিয়ার, একটি স্বতন্ত্র এজেন্সি, প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে তোলার জন্য এজেন্সি বিজনেসের আদ্যোপান্ত জেনে নেওয়ার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি