বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝরে পড়া শিশুদের জন্য ২৮০টি স্কুল

  •    
  • ৯ জুন, ২০২১ ২০:৫৬

কর্মশালায় জানানো হয়, এসব বিদ্যালয়ে শুক্রবার বাদে বাকি ছয় দিন তিন ঘণ্টা করে ক্লাস হবে। এ জন্য শিক্ষার্থীরা মাসে ১২০ টাকা হারে উপবৃত্তি, পোশাক ও স্কুলব্যাগ পাবে।

নীলফামারী জেলার চারটি উপজেলায় ২৮০টি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা থেকে ঝরে পড়া ৮ হাজার ৪০০ শিক্ষার্থীকে পাঠদান করা হবে।

‘আউট অফ স্কুল চিলড্রেন’ কর্মসূচির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করবে গণ-উন্নয়ন কেন্দ্র।

৮-১৪ বছর বয়সী ঝরে পড়া কিংবা বিদ্যালয়বহির্ভূত এসব শিক্ষার্থীকে পড়াশোনার মেয়াদকাল হবে পাঁচ বছর।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নীলফামারীর সহকারী পরিচালক সাইদুর রহমান।

অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জাকিউজ্জামান, সাংবাদিক তাহমিন হক ববিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

কর্মশালায় জানানো হয়, এসব বিদ্যালয়ে শুক্রবার বাদে বাকি ছয় দিন তিন ঘণ্টা করে ক্লাস হবে। এ জন্য শিক্ষার্থীরা মাসে ১২০ টাকা হারে উপবৃত্তি, পোশাক ও স্কুলব্যাগ পাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান, বিদ্যালয় নির্বাচনের পর এসব বিদ্যালয়কে শিক্ষার উপযোগী করে গড়ে তোলার জন্য শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। এ লক্ষ্যে দেয়ালিকা, নানা রকম শিক্ষণীয় চার্ট, শিশুদের আঁকা ছবি ইত্যাদি দিয়ে বিদ্যালয়ের দেয়াল সাজানো হবে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নীলফামারীর সহকারী পরিচালক সাইদুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কারিগরি/মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করে উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পটি পাইলট হিসেবে পরিচালিত হবে।

এ বিভাগের আরো খবর