বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল দোয়ার আয়োজন ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে।
সোমবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জবি ছাত্রদল নেতা মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় রাজপথে ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। সামনের দিনগুলোতেও আমরা রাজপথে থাকব।’
খাবার বিতরণের সময় জবি ছাত্রদলের যু্গ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কবির মিঠু, আবিদ কামাল রুবেল, জবি ছাত্রদলের মেহেদি হাসান হিমেল, শাহাদাৎ হোসেন মিহির, মো. শাহরিয়ার হোসেন, মাহবুবুর রহমান ইলিয়াছ, আজিজুর রহমান, মোবাইদুর রহমানসহ ছাত্রদলের ২০-২৫ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে রোববার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও প্রতিটা গেইটের সামনে পুলিশি বাধা উপেক্ষা করে পোস্টারিং এবং এরপর শহীদ জিয়া’র সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।