চাকরি স্থায়ীকরণে প্রশাসনের আশ্বাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কক্ষের সামনে বিক্ষোভ স্থগিত করেছেন প্রতিষ্ঠানটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
বুধবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ব্লকের সামনে তারা এ আন্দোলন করে আসছিল। চার ঘণ্টা আন্দোলনের পর বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঁচজনের একটি টিম আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন।
নিউজবাংলাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। তাদের দাবি সহানুভূতির সঙ্গে পর্যায়ক্রমে পূরণ করা হবে। এমন আশ্বাস পাওয়ার পর তারা তাদের আন্দোলন স্থগিত করেছেন। নীতিমালা অনুসরণ করে যারা সিনিয়র এবং বিভিন্ন মানদণ্ড পূর্ণ করেছেন তাদের আগে নিয়োগ দেয়া হবে।’
আন্দোলনে নামা কর্মচারীরা দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করে আসছেন। বিএসএমএমইউর সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদকালে তাদের চাকরি নিয়মিতকরণের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু তিন বছর পার হলেও সেই আশ্বাসের কোনো বাস্তব রূপ দেখা যায়নি।