বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সপ্তাহব্যাপী অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘ঐতিহাসিক ৭ই মার্চ ও বঙ্গবন্ধু’ শুরু হয়েছে।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্ম। এই স্লোগান সামনে রেখে শুরু হয়েছে এইবারের কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ২৫ বছর বয়স পর্যন্ত তরুন প্রতিযোগীরা। কুইজ প্রতিযোগিতা চলবে ২০ মার্চ থেকে ২৬ মার্চ প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রতিদিন অনলাইনে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতারা পাবেন আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি দেয়া হবে সরকারি সার্টিফিকেট।
কুইজ প্রতিযোগিতার নিয়মাবলি:
আগ্রহী প্রতিযোগীকে প্রথমে www.7marchquiz.com ওয়েব সাইটে গিয়ে রেজিষ্ট্রিশন করতে হবে।
একজন প্রতিযোগীকে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের জন্য ১০ সেকেন্ড সময় পাবেন।
প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতারা পাবেন আকর্ষণীয় পুরস্কার ও সরকারি সার্টিফিকেট।
প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অভ্যুদয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী বিষয়ক প্রশ্ন থাকবে।