বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিসিএস প্রিলি: কেন্দ্রে থাকতে হবে সকাল সাড়ে ৮টায়

  •    
  • ১৮ মার্চ, ২০২১ ১৮:১২

১৯ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আসা বিদেশি ভিভিআইপিদের চলাচলের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কিছু কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে। একই দিনে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪১ তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার্থীদেরকে সকাল সাড়ে আটটার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে বলেছে পুলিশ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আসা বিদেশি ভিভিআইপিদের চলাচলের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কিছু কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে। এই অবস্থায় পরীক্ষার্থীদেরকে আগেভাগে কেন্দ্রে আসতে বলা হয়েছে।

বাংলাদেশের সরকারি নিয়োগের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এই পরীক্ষায় অংশ নিচ্ছে চার লাখ ৭৫ হাজার শিক্ষার্থী।

শুক্রবার ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পরীক্ষা হবে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।

এর মধ্যে কেবল ঢাকার পরীক্ষার্থীদের আগেভাগে কেন্দ্রে আসতে হবে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসস্থান থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওয়ানা দেয়ার অনুরোধ করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুঃখও প্রকাশ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনের কর্মসূচি নেয়া হয়েছে। জাতীয় প্যারেড গ্রাউন্ডের এই কর্মসূচিতে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ এরই মধ্যে দেশে এসেছেন। শুক্রবার সকালে আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

এ বিভাগের আরো খবর