দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নিয়োগে অনিয়মসহ ৩০টিরও বেশি অভিযোগ তদন্তে গিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি কমিটি।
তিন সদস্যের ওই কমিটি মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায়। কমিটিতে আছেন ইউজিসির সদস্য ড. বিশ্বজিৎ চন্দ, ড. আবু তাহের ও সদস্যসচিব আমিরুল ইসলাম শেখ।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির সদস্যসচিব আমিরুল ইসলাম ৮ মার্চ একটি চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা জানান।
ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে পরিদর্শনের সময় উপস্থিত থাকতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সাজ্জাদুল করিম নামে এক ব্যক্তি ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিশ্ববিদ্যালয়ের কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেন।
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম ও দুর্নীতি, সরকারি টাকা আত্মসাৎ, স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন, নির্মাণকাজে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে বরাদ্দের ভাগ-বাঁটোয়ারাসহ ৩০টিরও বেশি অভিযোগের কথা উল্লেখ করেন অভিযোগকারী।
এই অভিযোগের তদন্তেই কমিটি গঠন করেছে ইউজিসি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. ফজলুল হক বলেন, ‘যেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম করা হচ্ছে সেসব সত্য নয়; বেশির ভাগই মিথ্যা। এরপরও আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে যাবতীয় কাগজপত্রাদি দাখিল করব।’
বিশ্বজিৎ চন্দের নেতৃত্বে ইউজিসির আরেকটি দল রোববার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির ২৯ অভিযোগের তদন্তে যান।