বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলিমুল্লাহর বিরুদ্ধে ২৯ অভিযোগের তদন্তে রংপুরে ইউজিসি

  •    
  • ১৪ মার্চ, ২০২১ ১৩:১৬

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একাংশের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ শনিবার অধ্যাপক কলিমউল্লাহর ১১১ অনিয়ম-দুর্নীতির অভিযোগসহ ৭৫৮ পৃষ্ঠার ‘শ্বেতপত্র’ প্রকাশ করে। এর আগে তাদের করা ২৯ অভিযোগের তদন্তে ইউজিসির তিন সদস্যের কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায়।

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ’র বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির ২৯ অভিযোগের তদন্তে বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি দল।

তিন সদস্যের এই কমিটি রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায়।

তারা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অভিযোগকারী সাত শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেন। সে সময় উপাচার্য কলিমুল্লাহ ক্যাম্পাসে ছিলেন না।

ইউজিসির সদস্য বিশ্বজিৎ চন্দের নেতৃত্বে এই তদন্ত কমিটিতে আছেন ইউজিসির আরেক সদস্য আবু তাহের ও ইউজিসির প্রশাসন বিভাগের সদস্য জামাল উদ্দিন।

কমিটির প্রধান বিশ্বজিৎ চন্দ বলেন, ‘আমরা সাত শিক্ষক ও কয়েকজন কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে এসেছি। আমরা উপাচার্যের বিরুদ্ধে আনা অভিযোগের দালিলিক প্রমাণাদিসহ সাক্ষী এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলছি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একাংশের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ শনিবার অধ্যাপক কলিমউল্লাহর ১১১ অনিয়ম-দুর্নীতির অভিযোগসহ ৭৫৮ পৃষ্ঠার ‘শ্বেতপত্র’ প্রকাশ করেছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান নিউজবাংলাকে বলেন, ‘২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগে আমরা কলিমুল্লাহর বিরুদ্ধে ক্যাম্পাসে ধারাবাহিক অনুপস্থিতি, ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা ধামাচাপা দেয়া, ইউজিসির নির্দেশনা অমান্য করে জনবল নিয়োগ, শিক্ষক ও জনবল নিয়োগে দুর্নীতি ও অনিয়ম, নিয়োগ বোর্ডের সভাপতি ভিসি হয়েও অনুপস্থিতি থাকা, নিরাপত্তাহীন ক্যাম্পাস, ইচ্ছেমতো পদোন্নতি, আইন লঙ্ঘন করে অ্যাকাডেমিক প্রশাসনিক পদ দখল ও ক্রয় প্রক্রিয়ায় নীতিমালা লঙ্ঘনের অভিযোগ করেছি।’

তিনি বলেন, ‘আজ ইউজিসির তদন্ত কমিটি ওই অভিযোগগুলোর তদন্ত করতে এসেছেন। আমরা কমিটির কাছে অভিযোগ প্রমাণের কাগজপত্র নিয়ে কথা বলেছি।’

উপাচার্যের একান্ত সচিব আমিনুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ভিসি স্যার ক্যাম্পাসে আসেননি। আমরা তদন্ত কমিটিকে সার্বিক বিষয়ে সহযোগিতা করব।’

এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি উপাচার্য কলিমুল্লাহর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগে তদন্তে আসে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি।

ওই কমিটি অনিয়মের সত্যতা পান এবং উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ২৫ ফেব্রুয়ারি সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন।

এ বিভাগের আরো খবর