বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা দেশের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থেকে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বুধবার ভাষা শহীদ রফিক ভবন চত্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটদের দায়িত্ব হস্তান্তর, পদোন্নতি ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।জবি উপাচার্য বলেন, ‘আমাদের বিএনসিসি সদস্যরা সুশৃঙ্খল, প্রশিক্ষিত ও দক্ষ। তারা বরাবরই দেশের পাশে থেকে বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও বিএনসিসি ক্যাডাররা বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালকের (অর্থ ও হিসাব) পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলফা কোম্পানি ২ বিএনসিসি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পিইউও আতিয়ার রহমান।