বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নীলক্ষেত অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৬

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, চলমান পরীক্ষা নেয়াসহ অচিরেই হল, ক্যাম্পাস খুলতে হবে। তাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এখন পরীক্ষা হবে না কেন? এত দিন কি করোনা ছিল না? এমন সব প্রশ্ন আন্দোলনকারী শিক্ষার্থীদের। বলছেন, পরীক্ষা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান ও আসন্ন সব পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে মানববন্ধনে উপস্থিতি বাড়ে। একপর্যায়ে নীলক্ষেত মোড় অবরোধ করে ফেলেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, চলমান পরীক্ষা নেয়াসহ অচিরেই হল, ক্যাম্পাস খুলতে হবে। তাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এখন পরীক্ষা হবে না কেন? এত দিন কি করোনা ছিল না? এমন সব প্রশ্ন আন্দোলনকারী শিক্ষার্থীদের। বলছেন, পরীক্ষা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

নিউমার্কেট থানার ওসি স. ম. কাইয়ূম বলেন, ‘পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন। শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। আমার সঙ্গে কথা হয়েছে, কিছু সময় পর তারা এখান থেকে চলে যাবে।’

নীলক্ষেতে অবস্থান নেয়াদের মধ্যে বেশির ভাগই ঢাকা কলেজে ও ইডেন কলেজের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাকি পাঁচ কলেজের সামনেও শিক্ষার্থীরা মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল খুলে দেয়ার দাবির পরিপ্রক্ষিতে দুই দিন আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার তারিখ জানান। সেই সঙ্গে চলমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

সরকারি সিদ্ধান্ত মানতে সাত কলেজের চলমান পরীক্ষা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় সাত কলেজ। সাত কলেজের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএস মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট তিনজন ডিনের বৈঠকে মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়।

চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আন্দোলনে নেমেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি: সাইফুল ইসলাম

এদিন সন্ধ্যায় এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নীলক্ষেত মোড়ে এসে সমাবেশ হয় সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার এতে শিক্ষার্থী সমাগম আরও বেড়েছে।

গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে সাত দফা ছুটি বাড়ানো হয়েছে। সব শেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

এর প্রেক্ষিতে সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে হল খোলা ও শিক্ষা কার্যক্রম শুরুর দিন তারিখ জানিয়ে দেন। বলেন, বিশ্ববিদ্যালয় চালুর আগে সব শিক্ষার্থীদেরকে করোনার টিকা দেয়া হবে।

শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে। সরকারি সিদ্ধান্ত মানতে নতুন কোনো পরীক্ষার সূচি দেয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। কিন্তু চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত মানছেন না বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো খবর