বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেনে নিন যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার নতুন নিয়ম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ নভেম্বর, ২০২০ ১৮:৪৮

শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্য সরকার গত ৫ অক্টোবর থেকে নতুন নিয়মে ভিসা আবেদন গ্রহণ করতে শুরু করেছে। নতুন শিক্ষার্থী ভিসায় বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। এর আগে শিক্ষার্থী ভিসা হিসেবে চালু থাকা ‘টায়ার ফোর’ ভিসার পরিবর্তে নতুন ভিসা পদ্ধতিটি চালু হয়েছে।

যুক্তরাজ্য এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে। এখন চলছে অন্তর্বর্তী সময়। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাম্প্রতিক বক্তব্যে আভাস পাওয়া যাচ্ছে, আগামী বছরের প্রথম দিন থেকেই এই অন্তর্বর্তী সময়েরও অবসান হতে পারে। অর্থাৎ ব্রেক্সিট পুরোপুরি কার্যকর হয়ে যেতে পারে। আর তারই প্রস্তুতি চলছে লন্ডনে।

ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক ঠিকঠাক করতে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে জনসনের নেতৃত্বাধীন সরকার। সেই সুবাদে পরিবর্তন এসেছে সে দেশের শিক্ষার্থী ভিসায়।

শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্য সরকার গত ৫ অক্টোবর থেকে নতুন নিয়মে ভিসা আবেদন গ্রহণ করতে শুরু করেছে। নতুন শিক্ষার্থী ভিসায় বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। এর আগে শিক্ষার্থী ভিসা হিসেবে চালু থাকা ‘টায়ার ফোর’ ভিসার পরিবর্তে নতুন ভিসা পদ্ধতিটি চালু হয়েছে।

কী আছে নতুন নিয়মে:

১. নতুন ভিসা পদ্ধতিতে ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ এবং বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা একই নিয়মে আবেদন করবেন এবং সমানভাবে বিবেচিত হবেন। শিক্ষার্থী ভিসা দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বা ‘ভিসা ক্যাপ’ তুলে দেয়া হয়েছে।

২. যুক্তরাজ্যের বাইরের শিক্ষার্থীরা কোর্স শুরুর ছয় মাস আগে ভিসার জন্য আবেদন করতে পারবেন, এবং যুক্তরাজ্যে অবস্থানরতদের জন্য তিন মাসে আগে আবেদনের সুযোগ থাকছে। আগের নিয়মে তিন মাসে আগে আবেদন করা যেত।

৩. নতুন ভিসায় শিক্ষার্থীরা বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের সুযোগ পাবেন। যারা সম্পূর্ণ ডিগ্রি অর্জনে পড়ালেখা করতে যাবেন তারা পাঁচ বছর অবস্থানের সুযোগ পাবেন আর যারা নন-ডিগ্রি কোর্সে পড়তে যাবেন তাদের জন্য এ সুযোগ দুই বছর।

৪. নতুন স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে থাকার সুযোগ বাড়ছে- আপনি যদি আরও পড়তে চান সেক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। আর যদি সেখানে চাকরি পেয়ে যান, সেক্ষেত্রে ভিসা পরিবর্তন করার সুযোগও থাকছে। আগের নিয়মে শিক্ষার্থী ভিসায় সর্বোচ্চ আট বছর থাকার সুযোগ ছিল, এখন আর এই সীমা থাকছে না।

৫. শিক্ষার্থী ভিসায় আপনার ক্লাস শুরুর এক মাস আগে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন যদি কোর্সের মেয়াদ ছয় মাসের বেশি হয়। আর ছয় মাসের কম কোর্সের ক্ষেত্রে এক সপ্তাহ আগে সে দেশে প্রবেশের অনুমতি মিলবে।

৬. শিক্ষার্থী ভিসায় কাজ করার সুযোগও থাকছে, তবে কত ঘণ্টা কাজের অনুমতি থাকবে, শিক্ষার্থী কী ধরনের কাজ করতে পারবেন- এসব বিষয় ভিসায় উল্লেখ করা থাকবে।

বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

এ বিভাগের আরো খবর