বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের প্রথম সোশ্যাল বন্ড ইস্যুর অনুমোদন পেলো ব্র্যাক ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১ অক্টোবর, ২০২৫ ১৬:২৭

ব্র্যাক ব্যাংককে দেশের প্রথম সোশ্যাল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংক।

১,০০০ কোটি টাকা মূল্যমানের এই বন্ডের নাম ‘ব্র্যাক ব্যাংক সোশ্যাল সাবঅর্ডিনেটেড বন্ড’।

এর ফলে ব্যাংকটির টিয়ার-টু ক্যাপিটাল আরও (Basel III) শক্তিশালী হবে, যা দেশের সিএমএসএমই, নারী উদ্যোক্তা, কৃষি, খাদ্য নিরাপত্তা, সাশ্রয়ী আবাসন এবং স্বাস্থ্যসেবা ও স্যানিটেশনের মতো জরুরি সেবা খাতগুলোতে অর্থায়ন সুবিধা আরও সহজ করবে।

আইসিএমএ (ICMA)-এর সোশ্যাল বন্ড প্রিন্সিপালস ২০২৫ অনুযায়ী প্রণীত, ব্র্যাক ব্যাংক সোশ্যাল বন্ড ফ্রেমওয়ার্ককে আন্তর্জাতিক সংস্থা এসঅ্যান্ডপি (S&P) গ্লোবাল রেটিংস একটি সেকেন্ড পার্টি অপিনিয়নের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। এটিও বাংলাদেশে এই প্রথম। এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস চর্চার প্রতিফলন।

ব্র্যাক ব্যাংকের এই পদক্ষেপটি টেকসই অর্থায়নে ব্যাংকটির নেতৃত্বস্থানকে আরও সুদৃঢ় করেছে। উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক ২০২৪ সালের ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম হয়েছে; বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিংয়ে ধারাবাহিকভাবে পঞ্চম বছরের মতো দেশের টপ সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি অর্জন করেছে; এবং গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫-এ ‘সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার–এশিয়া’ সম্মাননা অর্জন করেছে। বর্তমানে ব্যাংকটির মোট ঋণ পোর্টফোলিওর ৮২% টেকসই অর্থায়ন খাতে বিনিয়োগ করা আছে।

বন্ড ইস্যু নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের প্রথম সোশ্যাল সাবঅর্ডিনেটেড বন্ড আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বন্ড দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ক্ষমতায়ন করবে, নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা ত্বরান্বিত করবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং স্বাস্থ্যসেবা ও আবাসন খাতকে আরও সহজ করবে। আমরা আশা করি, এটি দেশের পুঁজিবাজারে টেকসই উদ্ভাবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”

ব্র্যাক ব্যাংক পিএলসি.:ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৯১টি শাখা, ৯৭টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

এ বিভাগের আরো খবর