আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর অস্থিরতা চলছে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে।
দীর্ঘদিন ধরে পদবঞ্চিত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীরাও এখন ফুঁসে উঠেছে।
এতদিন কিছু বলতে না পারলেও মঙ্গলবার তারা গভর্নর, ডেপুটি গভর্নর, আর্থিক গোয়েন্দা শাখার প্রধানসহ বড় কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে মিছিল ও বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন।
ওই সময় ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান পদত্যাগ করে বের হয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে চার ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান ‘পদত্যাগ’ করেছেন। যারা কার্যালয়ে উপস্থিত ছিলেন, তারা এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন। ওই সময় সেনাসদস্যরা তাদের নিরাপত্তা দেন।
ঘটনার সময় গভর্নর আবদুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না। সরকার পতনের পর থেকে তিনি অফিস করেননি বলে খবর পাওয়া গেছে।
নির্বাহী পরিচালকদের বৈঠক
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকরা বৈঠকে বসেছেন।
বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবি, অবিলম্বে গভর্নর আবদুর রউফ তালুকদারসহ সব ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচার করতে হবে। তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া যেসব নির্বাহী পরিচালক অনিয়মে সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।