ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে থাকার জন্য ৩ মাসের ছুটি ও পদত্যাগের আবেদন করেছেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খান। রোববার তিনি এই আবেদন করেন।
ছুটির কারণ হিসেবে তিনি তার ‘স্ত্রীর ক্যানসারজনিত কারণ’ উল্লেখ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য তারেক রিয়াজ খানকে বার বার বিদেশে যেতে হয়েছে, যাতে আবশ্যিকভাবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো।
পদ্মা ব্যাংকের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। এখন বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা অপরিহার্য হয়ে পড়েছে। এজন্য তিনি এই আবেদন করেছেন।
তারেক রিয়াজ খান পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের সবাইকে সবসময় তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি অসুস্থ স্ত্রীর জন্য সবার দোয়া কামনা করেছেন।