ডিজিটাল ব্যাংকিং সুবিধার অপব্যবহার হচ্ছে। এই সুবিধা কাজে লাগিয়ে সম্প্রতি দেশে অবৈধ অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেন মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেছে।
এ অবস্থায় অবৈধ লেনদেন প্রতিরোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস।
বৃহস্পতিবার মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা হিসেবে বিএফআইইউ আয়োজিত সভায় এক সভায় তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএফআইইউ প্রধানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা মেট্রোপলিটান পুলিশের ট্রান্সন্যাশনাল অ্যান্ড সাইবার ক্রাইম বিভাগ এবং গোয়েন্দা ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে সংঘটিত অপরাধ হুন্ডি প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করছে। এর ফলে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাচ্ছে।