বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংক এশিয়ার এমডির পদত্যাগের কারণ অদক্ষতা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ আগস্ট, ২০২৩ ২০:০৯

ব্যাংক এশিয়ার একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, একটি ব্যাংকের এমডি হিসেবে কার্যক্রম পরিচালনা করতে হলে যে প্রস্তুতির দরকার আদিল চৌধুরীর তা ছিল না। তার দায়িত্বের ৮ মাসেই ব্যাংকের বিভিন্ন সূচক হেঁটেছে পেছনের দিকে। অব্যবস্থাপনার জন্য ব্যাংকের আমানত-ঋণ, আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

দায়িত্ব নেয়ার ৮ মাসের মাথায় পদত্যাগ করেছেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। গত সপ্তাহের শেষ দিকে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন সে বিষয়ে চিঠিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, একটি ব্যাংকের এমডি হিসেবে কার্যক্রম পরিচালনা করতে হলে যে প্রস্তুতির দরকার আদিল চৌধুরীর তা ছিল না। অনেকটা হঠাৎ করেই তিনি এই ব্যাংকের পেশায় যুক্ত হয়েছিলেন। এর আগের ৫ বছর তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ব্যবসায় তেমন সুবিধা করতে পারেননি। পরে ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদান করেন। কিন্তু এমডি হিসেবে তিনি যোগ্য ছিলেন না।

ওই কর্মকর্তারা বলেন, আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার এমডি হিসেবে দায়িত্ব নেয়ার পর অদক্ষতার কারণে প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ মাসেই ব্যাংকের বিভিন্ন সূচক হেঁটেছে পেছনের দিকে। অব্যবস্থাপনার জন্য ব্যাংকের আমানত-ঋণ, আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যাংক লাভ করতে পারছে না, পাচ্ছে না প্রয়োজনীয় আমানত বা ভালো ঋণগ্রহীতা।

একটি ঋণ প্রস্তাব অনুমোদনকে কেন্দ্র করে পর্ষদের সঙ্গেও আদিল চৌধুরীর দূরত্ব তৈরি হয়। খেলাপি হওয়া প্রতিষ্ঠানকে পুনরায় ঋণ দেয়ার ব্যাপারে তৎপর ছিলেন তিনি। এছাড়া অপেক্ষাকৃত দুর্বল ও ভঙ্গুর বিভিন্ন কোম্পানিকে ঋণ দেয়ার ব্যাপারেও সুপারিশ করেন তিনি। এসব কারণে পরিচালনা পর্ষদের সঙ্গে তার মতভেদ তৈরি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে আদিল চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পওয়া যায়।

আদিল চৌধুরী গত বছরের নভেম্বরে ব্যাংক এশিয়ার এমডি পদে যোগ দেন। এর আগে ২০২০ সালের আগস্টে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দিয়েছিলেন তিনি। এরপর তিনি অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান।

ব্যাংকটির পর্ষদের একটি সূত্র জানায়, বুধবার আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। পরদিন বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেননি তিনি। সেদিনই ব্যাংকটির অতিরিক্ত এমডি শফিউজ্জামানকে এমডি পদে চলতি দায়িত্ব দেয়া হয়।

ব্যাংকটির কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেইলে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২১ অক্টোবর পর্যন্ত এমডি আদিল চৌধুরী ছুটিতে থাকবেন। এই সময়ে এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত এমডি শফিউজ্জামান।

এ বিভাগের আরো খবর