বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসএমইতে বিনিয়োগ: বিএসইসির আবেদন শোনেনি চেম্বার আদালত

  •    
  • ২৩ নভেম্বর, ২০২২ ১৭:২৮

পুঁজিবাজারে এসএমই (স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) মার্কেটে লেনদেনের জন্য কমপক্ষে ৩০ লাখ টাকার শর্ত দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সিদ্ধান্ত স্থগিত করে ১৩ নভেম্বর বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেয়। সেই আদেশ স্থগিত চেয়েছিল বিএসইসি। আবেদন না শুনে আপিল বিভাগে পাঠিয়ে দেয় চেম্বার আদালত।

পুঁজিবাজারে স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম এসএমই মার্কেটে লেনদেনের জন্য ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত স্থগিতের বিরুদ্ধে বিএইসির আবেদন গ্রহণ হলো না।

হাইকোর্টের আদেশ স্থগিত না করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছে চেম্বার আদালত। আগামী ৫ ডিসেম্বর সেখানে শুনানি হতে পারে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের বিষয়ে মঙ্গলবার ‘নো অর্ডার’ দিয়ে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।

এ আদেশের ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবী।

চেম্বার আদালতের আদেশের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী মোস্তফা কামাল।

পুঁজিবাজারে এসএমই (স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) মার্কেটে লেনদেনের জন্য কমপক্ষে ৩০ লাখ টাকার শর্ত দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সিদ্ধান্ত স্থগিত করে ১৩ নভেম্বর বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেয়।

একই সঙ্গে এ ধরনের সিদ্ধান্তকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করে বিএসইসি।

আদালতে বিএসইসির পক্ষে শুনানি করেন এ এম মাসুম। আর রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোস্তফা কামাল।

বিএসইসির আইনজীবী এ এম মাসুম নিউজবাংলাকে বলেন, ‘আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে যেহেতু বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সে কারণে ফুল বেঞ্চে শুনবেন। এ জন্য আবেদনটি ৫ ডিসেম্বর আপিল বিভাগের কার্যতালিকার শীর্ষে থাকবে।

কমপক্ষে ৩০ লাখ টাকার শর্ত দিয়ে বিএসইসির সিদ্ধান্ত চ্যালেন্জ করে রাজধানীর দিলকুশার বাসিন্দা মো. রাজু হাসান হাইকোর্টে রিট করেন।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে স্বল্প মূলধনি কোম্পানিগুলোর লেনদেনের জন্য এসএমই প্ল্যাটফর্ম চালু হয়। সেদিন প্রাথমিকভাবে ছয়টি কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে লেনদেন চালু করা হয়। বর্তমানে এসএমইতে তালিকাভুক্ত কোম্পানি ১৫টি। এর মধ্যে ১৩ প্রতিষ্ঠানের শেয়ার নিয়মিত লেনদেন হচ্ছে।

প্রথমে এক কোটি, পরে ৫০ লাখ, এরপর ২০ লাখ এবং সবশেষ ৩০ লাখ- পুঁজিবাজারে কত টাকা বিনিয়োগ থাকলে এসএমই বোর্ডের শেয়ার কেনা যাবে, এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থার একেক সময় একেক সিদ্ধান্ত।

সবশেষ গত ২২ সেপ্টেম্বর সিদ্ধান্ত আসে, এসএমইতে লেনদেনে যোগ্য বিনিয়োগকারীর হতে শেয়ারবাজারে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।

এ বিভাগের আরো খবর