শরীয়াহভিত্তিক ‘পদ্মা ব্যাংক ইসলামী ব্যাংকিং’ বিভাগ চালু করতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড। ইতোমধ্যে কয়েকটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো খোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। কাজটিকে এগিয়ে নিতে ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ সেলিম আনোয়ার এসইভিপি এবং ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে পদ্মা ব্যাংকে যোগ দিয়েছেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পদ্মা ব্যাংকে যোগ দেয়ার আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স উইংয়ের প্রধান ছিলেন সেলিম আনোয়ার। সম্প্রতি অবসর নিয়েছেন তিনি।
১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন।
৩০ বছরের দীর্ঘ কর্মজীবনে বাণিজ্যিক বিনিয়োগ বিভাগ, বিনিয়োগ নীতি ও পরিকল্পনা বিভাগ এবং মুশারাকা বিভাগে প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেন সেলিম আনোয়ার।
এ ছাড়া তিনি দুটি করপোরেট শাখাসহ ১৬ বছর বিভিন্ন শাখাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সেলিম আনোয়ারের দেশ-বিদেশে ইসলামী ব্যাংকিং প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেয়ার অভিজ্ঞতা রয়েছে।
পদ্মা ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগ শরীয়াহভিত্তিক পণ্য ও সেবা নিয়ে গ্রাহকদের আস্থা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।