সেরা সম্পদ ব্যবস্থাপনার পুরস্কার পেয়েছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার’ শীর্ষক অনুষ্ঠানে সেরা সম্পদ ব্যবস্থাপনা বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট।
সিকিউরিটিজ সংক্রান্ত বিধি-বিধানের যথাযথ প্রতিপালন উৎসাহিত করার লক্ষ্যে বিএসইসি প্রথমবারের মতো বাজারের মধ্যস্থতাকারীদের জন্য এই পুরস্কার চালু করেছে।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম।
পুরস্কার গ্রহণ করে মোহাম্মদ এমরান হাসান বলেন, ‘এই পুরস্কারটি বিনিয়োগকারীদের কাছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভালো রিটার্ন প্রদান, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং সামগ্রিকভাবে মিউচুয়্যাল ফান্ড সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। বিএসইসির এই স্বীকৃতিতে আমরা কৃতজ্ঞ।’