বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাসব্যাপী শেল্‌টেক্ আবাসন মেলা শুরু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ অক্টোবর, ২০২৫ ২২:৩৭

শুরু হলো- মাসব্যাপী শেল্‌টেক্ আবাসন মেলা ২০২৫। গত বুধবার এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শেল্‌টেকে্‌র ঢাকা, জলসিড়ি ও চট্টগ্রাম অফিসে একযোগে এ মেলা চলবে। এই মেলায় ঢাকা ও চট্টগ্রামের প্রাইম লোকেশন গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরা, জলসিড়ি আবাসন, খুলশী ও পাঁচলাইশ এলাকায় ৪০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল স্পেস সম্পর্কে জানানো হবে।

শেল্‌টেকে্‌র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মেলায় অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ও ফুডকোর্ট বুকিংয়ে থাকছে ২৫ লাখ টাকা পর্যন্ত স্পেশাল অফার। সেই সঙ্গে স্পট বুকিং দিলেই গ্রাহকরা পাচ্ছেন কমপ্লিমেন্টারি ফিটেড কিচেন কেবিনেট এবং ইন্টেরিয়র ডিজাইন সলিউশন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

বুধবার শেল্‌টেকে্‌র মাসব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেন শেল্‌টেক্ (প্রা.) লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শরীফ হোসাইন ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেল্‌টেক্ গ্রুপের স্ট্রাটেজিক প্ল্যানিং, পিআর ও মার্কেটিং অ্যাডভাইজার নওশাদ চৌধুরী, চিফ অপারেটিং অফিসার শাহ্জাহান, চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন, হেড অব সেলস এ কে এম রাফিউল ইসলামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর