নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বব্যাংক। নারীর উন্নয়নে বাংলাদেশ বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত বলেও মনে করে এই দাতা সংস্থা।
গণভবনে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে এসে এসব কথা বলেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
মার্সি টেম্বন জানান, বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে তৃণমূলের উন্নয়ন দেখে তিনি অভিভূত হয়েছেন।
নারীর ক্ষমতায়নসহ তাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর। তিনি বলেন, বাংলাদেশের নারীর উন্নয়ন বিশ্বে একটি দৃষ্টান্ত।
নারী উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কাজটি সহজ ছিল না, এ জন্য তার সরকারকে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে।
জাতির পিতা এ দেশে নারী উন্নয়নে ভিত রচনা করে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথে তার সরকার পুরুষের পাশাপাশি নারীদের সম অধিকার নিশ্চিত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, নারীদের অগ্রগতির পথে বাধা দূর হওয়ায় দেশের খেলাধুলা, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে নারীদের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ায় মার্সি মিয়াং টেম্বনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।