বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্থিক প্রতিষ্ঠান চলবে ৯টা-৪টা

  •    
  • ২৩ আগস্ট, ২০২২ ১৮:৪২

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ আগস্টের নির্দেশনার অনুবর্তনে ২৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলবে।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বুধবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পরিবর্তন আনা হয়েছে ব্যাংকের অফিস সময়সূচিতেও। এরই ধারাবাহিকতায় আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন চলবে। আর কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগ করতে হবে বিকেল ৫টার মধ্যে। অর্থাৎ ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান চলবে দুই ধরনের সময়সূচিতে।

ব্যাংক ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠান চলবে সরকারি আদেশের আলোকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ আগস্টের নির্দেশনার অনুবর্তনে ২৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলবে।

আগের নিয়ম অনুযায়ী, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বিবেচনা করা হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ বিভাগের আরো খবর