সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে আরও সাড়ে ৭৭ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ সহায়তা প্যাকেজে থাকছে ইউক্রেনের জন্য আরও অস্ত্র ও সরঞ্জাম।
ব্লিঙ্কেন বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এটা পরিষ্কার করে দিয়েছেন, রাশিয়ার আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে ইউক্রেনের জনগণের যতদিন দরকার, ততদিন আমরা সহায়তা দিয়ে যাব।’
তিনি আরও বলেন, সর্বশেষ ঘোষণার মধ্য দিয়ে ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা দাঁড়াল ১ হাজার ৬০ কোটি ডলারে।
সহায়তার অংশ হিসেবে কোন ধরনের অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে, তা খোলাসা করেননি ব্লিঙ্কেন, তবে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সহায়তা প্যাকেজে প্রথমবারের মতো মাইনবিধ্বংসী যানবাহন পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সহায়তা প্যাকেজে থাকছে ১৫টি স্ক্যান ঈগল নজরদারি ড্রোন, ৪০টি মাইনবিধ্বংসী যান (এমআরএপি) ও প্রায় এক হাজার ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন।
তিনি আরও জানান, ইউক্রেনে গোলাবারুদ এবং ১৬টি হাওইটজার সিস্টেমও পাঠানো হবে।