বন্যায় বিপর্যস্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ, জামালপুর ও কিশোরগঞ্জের টেলিটক গ্রাহকদের জরুরি প্রয়োজন মেটাতে টেলিটক দিচ্ছে ১৫ মিনিট, ২০টি এসএমএস এবং ৫০০ এমবি ডাটা সম্পূর্ণ ফ্রি; মেয়াদ ১০ দিন।
দেশের বন্যাদুর্গত গ্রাহকদের যোগাযোগের জরুরি প্রয়োজনে ১৫ মিনিট ফ্রি টক টাইম দিচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।
সেইসঙ্গে ২০টি এসএমএস এবং ৫০০ এমবি ডাটা সম্পূর্ণ ফ্রি দেব প্রতিষ্ঠানটি। ১০ দিন এই সুবিধাগুলো পাওয়া যাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রয়োজনে বন্যার্তদের পাশে এগিয়ে এসেছে টেলিটক। বন্যায় বিপর্যস্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ, জামালপুর ও কিশোরগঞ্জের টেলিটক গ্রাহকদের জরুরি প্রয়োজন মেটাতে টেলিটক দিচ্ছে ১৫ মিনিট, ২০টি এসএমএস এবং ৫০০ এমবি ডাটা সম্পূর্ণ ফ্রি; মেয়াদ ১০ দিন।
অফারটি পেতে *১১১*২০২২*৭# তে ডায়াল করতে অনুরোধ করা হয়েছে।