প্রাইম ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট বুটিক জিম আমারা অ্যাকটিভ-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংকের নারী ও প্রায়োরিটি গ্রাহকরা উপভোগ করবেন এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের নারী ও প্রায়োরিটি গ্রাহকরা আমারা অ্যাকটিভ-এ আকর্ষণীয় ও কাস্টমাইজড সুবিধা উপভোগ করতে পারবেন। প্রিমিয়াম ফিটনেস পরিবেশ, আধুনিক সরঞ্জাম এবং গ্রাহককেন্দ্রিক সেবার জন্য সুপরিচিত আমারা অ্যাকটিভ তার সদস্যদের জন্য একটি পেশাদার ও ব্যক্তিগত ফিটনেস অভিজ্ঞতা তৈরি করে থাকে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মমুর আহমেদ এবং আমারা অ্যাকটিভ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর নিবরাস পান্নি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং তামান্না কাদরী এবং আমারা অ্যাকটিভ-এর অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম।