রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ড হয়েছে।
ব্যাংকের চার তলায় আগুন লাগার খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ইউনিট। ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের চার তলায়, চিকিৎসা কেন্দ্রের কেন্দ্রীয় স্টোররুমে আগুন লেগেছিল। এটি চার তলার উত্তর-পূর্ব পাশে অবস্থিত। এই স্টোররুমে প্যাকেটজাত ওষুধ ছিল। এ ছাড়া চারটি ফ্রিজ ছিল। তাতেও ওষুধ ছিল।
তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট কাজ শুরু করে। ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শাহজাহান শিকদার জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, চতুর্থ তলায় স্টোররুমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সেখানে আগুন লাগে। তবে আগুনে ব্যাংকের নথিপত্রের কোনো ক্ষতি হয়নি।