আগামী ২০২২-২০২৩ অর্থবছরে মদ আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বর্তমানে মদ আমদানিতে অন্য শুল্ক করের পাশাপাশি ২০ শতাংশ সম্পূরক শুল্প আরোপ আছে। নতুন বাজেটে সম্পূরক শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়। বাড়তি শুল্ক হার কার্যকর হলে মদের দাম আরও বাড়বে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ।
অর্থমন্ত্রী গত ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। তবে সংশোধিত হয়ে এই বাজেটের আকার কমে দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা।