আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করহার কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
কমপক্ষে ১০ শতাংশ শেয়ার ছেড়েছে, এমন কোম্পানিগুলোকে মুনাফার ২০ শতাংশ কর হিসাবে দেয়ার প্রস্তাব করা হয়েছে। আগের বছর এই হার ছিল ২২.৫ শতাংশ।
বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সেখানে এই প্রস্তাব রাখা হয়েছে।
সেই হিসাবে ওয়ালটনসহ অল্প দুই-একটি কোম্পানি ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানিই আড়াই শতাংশ কর ছাড়ের সুবিধা পাচ্ছে। কারণ, ওয়ালটন তার মোট শেয়ারের মধ্যে ১ শতাংশেরও কম শেয়ার বাজারে ছেড়েছে।
শর্ত পরিপালনে ব্যর্থ হলে পূর্বের করহার বজায় থাকবে, অর্থাৎ কর দিতে হবে ২২.৫ শতাংশই।
তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার অপরিবর্তিত রয়েছে। পূর্বের মতোই এসব কোম্পানিকে ৩৭.৫ শতাংশ কর দিতে হবে।
মার্চেন্ট বাংকের করহারও ৩৭.৫ শতাংশ রাখা হয়েছে।
যেসব ব্যাংক ও বিমা পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, তাদের আগের মতোই ৪০ শতাংশ কর দিতে হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।
পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্যও করহার কমানো হয়েছে। সেসব কোম্পানির করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৭.৫ শতাংশ করা হয়েছে।
আবার সিগারেট, বিড়ি ও তামাকপণ্য বাজারজাত করে এমন কোম্পানির করহার আগের মতোই ৪৫ শতাংশ রাখা হয়েছে। এর সঙ্গে আড়াই শতাংশ যোগ হবে সারচার্জ হিসেবে।
তালিকাভুক্ত মোবাইল কোম্পানির করহারও আগের মতোই ৪০ শতাংশ অপরিবর্তিত থাকবে। আর যেসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি, তাদের করহারও ৪৫ শতাংশ অপরিবর্তিত থাকবে।
অতালিকাভুক্ত কোম্পানির করহার কমানোর ব্যাপারে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও। তিনি মনে করেন, ‘তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার কমানোয় পুঁজিবাজারের জন্য ভালো হয়নি।’
তিনি বলেন, ‘তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানিগুলোর করহারের মধ্যে আরও বেশি ব্যবধান থাকা প্রয়োজন। তাহলে ভালো কোম্পানিগুলো কর রেয়াত সুবিধার জন্য তালিকাভুক্ত হতে চাইবে। এতে পুঁজিবাজারের ভালো কোম্পানির সংখ্যা বাড়বে এবং পুঁজিবাজার শক্তিশালী হবে।’
বাজেট প্রস্তাবে বলা হয়েছে, কোম্পানির সব প্রাপ্তি ও আয় ব্যাংকের মাধ্যমে গৃহীত হবে। আবার ১২ লাখ টাকার অতিরিক্ত ব্যয় ও বিনিয়োগ হলে লেনদেন ব্যাংকের মাধ্যমে হতে হবে।