পুঁজিবাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নতুন স্টক ব্রোকার ও স্টক ডিলার প্রতিষ্ঠান এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড।
বৃহস্পতিবার রাজধানীর প্রগতি সরণিতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কাটার মাধ্যমে এর উদ্বোধন করেন স্ট্রাটেজিক হোল্ডিংসের ভাইস চেয়ারম্যান শাহনুল হাসান খান।
এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড শতভাগ স্ট্রাটেজিক ফাইন্যান্সের মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এটি ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত একটি পূর্ণ সেবাদানকারী স্টক ব্রোকার। এখানে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিও হিসাব খোলা, ডিপোজিটরি সার্ভিস, আইপিও আবেদন, শেয়ার কেনাবেচা, সিকিউরিটি ট্রেডিং ইত্যাদি সেবা পাওয়া যাবে। অনলাইনের মাধ্যমেও বিভিন্ন সেবা নিতে পারবেন গ্রাহকরা।
অনুষ্ঠানে শাহনুল হাসান খান বলেন, ‘আমাদের কাজ হবে বিনিয়োগকারীদের সাহায্য করা। শেয়ার বেচাকেনার ব্যাপারে কোনো মন্তব্য করব না। কারণ আমরা মার্কেট এক্সপার্ট না। সামান্য বিজনেসের জন্য প্রতিনিধি হিসেবে এমন কিছু আমরা বলব না, যে কারণে ক্ষতি হয়।’
কমপ্লায়েন্সের ব্যাপারে তিনি বলেন, ‘মার্কেটে টার্গেট থাকবে। কিন্তু আমরা সতর্ক থাকব। না বুঝে কোনো বিষয়ে কোনো মন্তব্য আমরা করব না।’
স্ট্রাটেজিক ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সদস্য এহসানুল কবীর বলেন, ‘ক্লায়েন্টদের সেবার বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমাদের ক্লায়েন্টের কাছে আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। তাদের সঠিক তথ্য দিতে হবে, যাতে করে তারা সন্তুষ্ট হয়। এতে করে প্রতিষ্ঠানের ওপর তাদের আস্থা মজবুত হবে।’
তিনি বলেন, ‘ট্রেডাররা কাস্টমারদের শেয়ার কেনার পরামর্শ দেয়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাস্টমারদের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভালো পরামর্শ দিতে হবে। কাস্টমাররা যেন উপলব্ধি করে যে ট্রাডিশনাল ব্রোকার হাউসের মতো এসএফআইএল না। এখান থেকে তারা ভিন্ন সেবা পাচ্ছে, সেটা প্রতিষ্ঠিত করতে হবে।’
স্ট্রাটেজিক ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান বলেন, ‘এসএফআইএল সিকিউরিটিজ ও আমরা একসঙ্গে কাজ করব। আমরা গ্রাহকদের স্বচ্ছতার সঙ্গে সেবা দিতে চাই। প্রতিটি কাজে স্বচ্ছতার প্রতিফলন রাখতে চাই। প্রাতিষ্ঠানিক যেকোনো বিনিয়োগে গ্রাহক সুরক্ষার বিষয়ে আমরা বদ্ধপরিকর।’
এসএফআইএল সিকিউরিটিজের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস হুসাইন বলেন, ‘গ্রাহকের চাহিদা অনুযায়ী সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমরা কাজ ও সেবা করতে চাই। অন্য যেকোনো ব্রোকারেজ হাউসের চেয়ে আমরা ভালো কাজ করতে পারব বলে আশা করি।’
অনুষ্ঠানে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক হাসান ইমাম রুবেল বলেন, ‘নতুন ব্রোকার হাউস এসএফআইএল সিকিউরিটিজকে ইনস্টিটিউশন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বিনিয়োগকারীদের স্বার্থের কথা মাথায় রেখে কালচার ডেভেলপ করতে হবে। সেটা করতে পারলে আস্থার জায়গা তৈরি হবে। প্রতিষ্ঠান যেন আগামী ২-৩ বছরের মধ্যে শীর্ষ ১০ ব্রোকার হাউসের মধ্যে নিজেদের অবস্থান করতে পারে, সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’
স্ট্রাটেজিক ফাইন্যান্সের পর্ষদের সদস্য এহসানুল কবীর, মো. শরিফুল ইসলাম ও রিয়াদুজ্জামান রিদয়, উপব্যবস্থাপনা পরিচালক তামিম মারজান হুদাও এ সময় উপস্থিত ছিলেন।