কর্মীদের বেতন-বোনাস দেয়ার সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংকের শাখাগুলো।
বাংলাদেশ ব্যাংকের গত ৬ মের প্রজ্ঞাপন অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ঈদের তিন দিনের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। রমজান মাস ২৯ দিন হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। রোজা এক দিন বাড়লে ছুটিও এক দিন বাড়ে।
সে অনুযায়ী বুধবার থেকে ঈদের ছুটি থাকার কথা ছিল। কিন্তু এবার সরকারি ছুটি শুরু হবে বৃহস্পতিবার থেকে। এ কারণে আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংক বুধবার পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের ৬ মের নির্দেশনায় জানানো হয়, ঈদের আগে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে খোলা রাখতে হবে।
দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধ ৬ মে থেকে ১৬ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় ব্যাংকও সীমিত পরিসরে খোলা আছে।
সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হচ্ছে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
সে হিসেবে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবস ১৬ মে রোববারও ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত।