পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে আমদানী-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।
পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবিত্র শবে কদর ও ঈদ উপলক্ষে ভারতের ফুলবাড়ি ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সোমবার থেকে ২১ মে পর্যন্ত ১২ দিন ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২২ মে থেকে বন্দর দিয়ে পুনরায় কার্যক্রম চালু হবে।
বাংলাবান্ধা ল্যাল্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দর ১২ দিন বন্ধ থাকবে।