বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রামীণফোনের আয় কমেছে

  •    
  • ২০ এপ্রিল, ২০২১ ১৫:১৩

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রান্তিকের শেষভাগে জিপির রাজস্ব আয়ে আগের বছরের তুলনায় নেতিবাচক প্রভাব পড়েছে ৩.৭ শতাংশ, যার ফলে ইবিআইটিডিএ (পরিচালন আয়) মার্জিন দাঁড়িয়েছে ৬২.৭ শতাংশ। এ সময়ে ২৫.৬ শতাংশ মার্জিন নিয়ে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৮৯০ কোটি টাকা।’

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তিন হাজার ৪৮১ কোটি টাকা রাজস্ব আয় করেছে মোবাইল ফোন অপারেটোর গ্রামীণফোন (জিপি)। যা গত বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক সাত শতাংশ কম।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন মাসে প্রতিষ্ঠানটি ১৭ লাখ নতুন গ্রাহক পেয়েছে। এর ফলে ৭.২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে প্রান্তিক শেষে জিপির মোট গ্রাহক সংখ্যা ৮ কোটি ৭ লাখ। এর মধ্যে ৪ কোটি ১৭ লাখ গ্রাহক অর্থাৎ মোট গ্রাহকের ৫১.৭ শতাংশ ইন্টারনেট সেবা ব্যবহারকারী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ প্রান্তিকের শেষভাগে আমাদের রাজস্ব আয়ে আগের বছরের তুলনায় নেতিবাচক প্রভাব পড়েছে ৩.৭ শতাংশ, যার ফলে ইবিআইটিডিএ (পরিচালন আয়) মার্জিন দাঁড়িয়েছে ৬২.৭ শতাংশ। এ সময়ে ২৫.৬ শতাংশ মার্জিন নিয়ে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৮৯০ কোটি টাকা।’

জিপির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘২০২১ সালের প্রথম তিন মাসে বেশ কয়েকটি মাইলফলক অর্জিত হয়েছে। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত নিলামে ১০.৪ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণ করার ফলে গ্রামীণফোনের স্পেকট্রামের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭.৪ মেগাহার্টজে। প্রথম প্রান্তিকে ১৭ লাখ নতুন গ্রাহক নিয়ে আমরা ৮ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছি।’

আজমান বলেন, ‘বাজার পরিচালন, উদ্ভাবন, সহজ সেবা ও গ্রাহক স্বাচ্ছন্দ্যের বিষয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এবং গ্রাহকদের সক্ষমতা বাড়ানো ও ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরিবেশ তৈরিতে প্রযুক্তিগত উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০২১ সালের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন ১০.৪ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। নেটওয়ার্ক উন্নয়নে বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৬১ কোটি টাকা (লাইসেন্স ও লিজ ছাড়া)। গ্রামীণফোনের সাইটের সংখ্যা ১৬ হাজার ৮৫২টি।’

এ বিভাগের আরো খবর