বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুঁজিবাজারে মিডল্যান্ড ব্যাংক, কর্মকর্তারা নেবেন ৩৫ লাখ শেয়ার

  •    
  • ১৬ এপ্রিল, ২০২১ ১৩:৪২

পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা তুলতে ১০ টাকা অভিহিত মূল্যের ৭ কোটি শেয়ার ছাড়বে ব্যাংকটি। এর মধ্যে ৩৫ লাখ শেয়ার বরাদ্দ করা হবে ব্যাংকটির কর্মকর্তাদের জন্য।

পুঁজিবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে নতুন প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এ জন্য ইস্যু ম্যানেজার হিসেবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে চুক্তিও করেছে ব্যাংকটি।

পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা তুলতে ১০ টাকা অভিহিত মূল্যের ৭ কোটি শেয়ার ছাড়বে ব্যাংকটি। এর মধ্যে ৩৫ লাখ শেয়ার বরাদ্দ করা হবে কর্মকর্তাদের জন্য।

এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ব্যাংকের এমন আবেদনে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল-ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাথমিক গণপ্রস্তাবে মিডল্যাল্ড ব্যাংক তাদের কর্মকর্তাদের জন্য ৩৫ লাখ শেয়ার বরাদ্দ করবে। ৭ কোটি শেয়ারের বাকি ৬ কোটি ৬৫ লাখ নিয়ম অনুযায়ী বরাদ্দ দেয়া হবে।

কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেয়া শেয়ার দুই বছরের জন্য লক-ইন বা এই সময়ের আগে বিক্রি করা যাবে না।

এর আগের প্রায় এক যুগ পর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল এনআরবিসি ব্যাংক। সব প্রক্রিয়া শেষে গত ২২ মার্চ পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে চতুর্থ প্রজন্মের ব্যাংকটি।

নতুন তালিকাভু্ক্ত কোম্পানির ক্ষেত্রে লেনদেনের প্রথম দিন শেয়ারের দর বাড়ার সুযোগ থাকে ৫০ শতাংশ। দ্বিতীয় দিনও একইভাবে ৫০ শতাংশ শেয়ারের দর বাড়তে পারবে। তৃতীয় দিন থেকে স্বাভাবিকভাবে ১০ শতাংশ শেয়ারের দর বাড়ে।

কিন্তু এনআরবিসি ব্যাংকের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দর দিনের সর্বোচ্চ বেড়ে তিন দিনে হওয়ার কথা সাড়ে ২২ টাকা। সেখানে তিন দিন টানা দর কমে হয়েছিল ১১ টাকা ৬০ পয়সা। তারপর দর কিছুটা বেড়ে হয় ১২ টাকা ৮০ পয়সা। বর্তমানে ব্যাংকটির শেয়ার লেনদেন হচ্ছে ১১ টাকা ৭০ পয়সায়।

এ বিভাগের আরো খবর