বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোজায় দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক বিকেলে

  •    
  • ১১ এপ্রিল, ২০২১ ১২:৪১

পবিত্র রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দামে লাগাম টানতে চায় সরকার ও ব্যবসায়ীরা। করণীয় নির্ধারণে আজ (রোববার) বিকেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা বৈঠকে বসতে যাচ্ছেন।

দুই দিন পর পবিত্র রমজান শুরু। মজুত ও সরবরাহে ঘাটতি না থাকলেও রমজান ঘিরে কিছু ব্যবসায়ী এক সপ্তাহ আগে থেকেই বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের দাম। এতে চাল, চিনি, তেলসহ প্রায় সব পণ্যের দামই ক্রেতার নাগালের বাইরে। রয়েছে নিত্যপণ্য পরিবহনে ঘাটে-ঘাটে চাঁদাবজির অভিযোগ। পণ্যে নকল-ভেজাল এবং পরিমাণে কম দেয়ার প্রবণতাও আছে সমানতালে। এ পরিস্থিতিতে শঙ্কায় রয়েছেন ক্রেতা-ভোক্তারা।

রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দামে লাগাম টানতে চায় সরকার ও ব্যবসায়ীরা। করণীয় নির্ধারণে আজ (রোববার) বিকেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা বৈঠকে বসতে যাচ্ছেন।

ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ভার্চুয়ালি এ বৈঠকের আয়োজন করছে।

রমজানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শিরোনামে বৈঠকটি শুরু হবে বেলা আড়াইটায়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিশেষ অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। এতে বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতা ছাড়াও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এ বিভাগের আরো খবর