উদ্যোক্তাদের সহজেই সেবা দিতে ওয়ান স্টপ সেন্টার চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান। একই সঙ্গে ৩৫ বছরের কম বয়সী উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণসুবিধা দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার বিসিকের প্রধান কার্যালয়ে অনলাইনে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, ‘তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের পক্ষ থেকে সব ধরনের সেবা নিশ্চিত করা হবে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হলে অনেক বাধা দূর হবে।’
এ ছা্ড়া অনলাইনে মার্কেটিং ব্যবস্থা চালু, নারী উদ্যোক্তাদের ঋণদানে অগ্রাধিকার ও বিভিন্ন শিল্পের ডাটাবেজ তৈরির কথাও বলেন বিসিক চেয়ারম্যান।
কর্মকর্তাদের ঋণ বিতরণ ও পরিচালন সম্পর্কে ধারণা দিতে আয়োজিত এই কর্মশালায় মোশতাক হাসান জানান, এখন থেকে বিসিক মেলার পরিবর্তে ক্ষুদ্র উদ্যোক্তা মেলার আয়োজন করা হবে।
তিনি বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে সরকারের প্রণোদনার তহবিল থেকে ঋণ পেতে পারেন, সে জন্য বিসিকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে। একই সঙ্গে তাদের সব ধরনের সহায়তা করতে ১৬ দফা সুপারিশ করা হয়েছে। এসব সুপরিশ বাস্তবায়িত হলে ব্যাংক থেকে ঋণ পাওয়া সহজ হবে।
অনুষ্ঠানে ৩৫ বছরের নিচের উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেয়ার আহ্বানও জানান বিসিক চেয়ারম্যান। একই সঙ্গে ঋণ আদায়ের জন্য কমিটিতে যু্ব উন্নয়ন কর্মকর্তাকে যুক্ত করার কথাও বলেন তিনি।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিসিকের পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) জি এম রব্বানী তালুকদারসহ অনেকে।
অনুষ্ঠানে বিসিকের পরিচালক ড. গোলাম মো. ফারুকসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।