পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের তিনটি প্রতিষ্ঠান যে লভ্যাংশ ঘোষণা করেছে, তা দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আইডিএলসি ফিন্যান্স শেয়ারপ্রতি সাড়ে তিন টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই শেয়ারপ্রতি দেড় টাকার বেশি লভ্যাংশ দেয়া যাবে না।
একইভাবে আইপিডিসি ফিন্যান্স শেয়ারপ্রতি ১ টাকা ২০ পয়সা আর বিডি ফিনান্স ৬০ পয়সা নগদ ও প্রতি ১০০ শেয়ারে ছয়টি করে বোনাস শেয়ার দিতে পারবে কি না, সেটিও নিশ্চিত নয়।
তারা শেয়ারপ্রতি দেড় টাকার নিচে লভ্যাংশের প্রস্তাব করলেও বুধবার কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত নীতিমালায় আরও বেশ কিছু শর্তের কারণে এই প্রশ্ন উঠেছে।
ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, যেসব আথিক প্রতিষ্ঠানের শ্রেণিকৃত বা খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি রয়েছে, সেসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো লভ্যাংশ ঘোষণা করবে না।
যেসব আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ততার হার ১০ শতাংশের কম এবং খেলাপি ঋণের হার ১০ শতাংশের এর বেশি, সেসব প্রতিষ্ঠান কোনো লভ্যাংশ দিতে পারবে না।
- আরও পড়ুন: করোনার বছরে চমক আইপিডিসিরও
যেসব আথিক প্রতিষ্ঠান সংরক্ষিতব্য সংস্থান (প্রভিশন সংরক্ষণ) না রেখে বাংলাদেশ ব্যাংক হতে ঘাটতি সমন্বয় করে ডেফারেল সুবিধা (প্রভিশন সংরক্ষণে অতিরিক্ত সময় না নেয়া) ভোগ করছে, তারা সর্বোচ্চ ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিতে পারবে।
করোনাকালে আগের বছরের তুলনায় প্রায় দেড় গুণ আয় করেছে আইডিএলসি
এই নীতিমালা জারির আগেই তিনটি প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করে ফেলার পর কর্মকর্তারা নিশ্চিত হতে পারছেন না, এই নীতিমালা তাদের ওপর প্রযোজ্য হবে কি না।
আর্থিক প্রতিষ্ঠানটি লভ্যাংশ ঘোষণা করেছে ১৭ ফেব্রুয়ারি, আর এক সপ্তাহ পরে ২৪ ফেব্রুয়ারি নীতিমালা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে বসবেন।
কোম্পানিগুলো বোর্ড সভায় যে লভ্যাংশ ঘোষণা করে, সেটি অবশ্য চূড়ান্ত নয়। বার্ষিক সাধারণ সভায় শেয়ারধারীরাই তা অনুমোদন করে। বাংলাদেশে ঘোষিত লভ্যাংশ পরিবর্তনের ইতিহাস বিরল হলেও একেবারে যে হয়নি, এমনও নয়।
আইডিএলসি ও বিডি ফিন্যান্সের ৩১ মার্চ ও আইপিডিসির বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।
কী বলছে প্রতিষ্ঠানগুলো
আইডিএলসি ফিন্যান্সের প্রধান অর্থ কর্মকর্তা মাসুদ করিম নিউজবাংলাকে বলেন, ‘বুধবার বাংলাদেশ ব্যাংক এমন নীতিমালা জারি করেছে। কিন্তু তার আগেই আমরা লভ্যাংশ ঘোষণা করেছি। এখন বাংলাদেশ ব্যাংক যদি মনে করে, আগে ঘোষিত লভ্যাংশ এই নীতিমালার বাইরে থাকবে তাহলে তো সমস্যা নেই।
‘তারপরেও আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করব। এর মাঝে যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে তা অবশ্যই বিনিয়োগাকরীদের জানানো হবে।’
- আরও পড়ুন: করোনায়ও মুনাফা বেড়েছে বিডি ফাইন্যান্সের
বিডি ফিন্যান্সের কোম্পানি সচিব মুন্সি আবু নাঈম বলেন, ‘আমরা ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছি। বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় শর্ত সাপেক্ষে ৫ শতাংশ পর্যন্ত বোনাস লভ্যাংশ দেয়ার কথা বলা হয়েছে। এখন আমরা ৬ শতাংশ লভ্যাংশ দিতে পারব কি না, সেটি দেখতে হবে।’
করোনার বছরে আয়, ঘোষিত লভ্যাংশ সবই বেড়েছে বিডি ফিন্যান্সের
তিনি বলেন, ‘সিদ্ধান্তের জন্য বার্ষিক সাধারণ সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যদি আমাদের চিঠি দেয় যে, যে নীতিমালা অনুযায়ী লভ্যাংশ ঘোষণা করতে হবে, তাহলে তাই করা হবে।’
যা বলছে বাংলাদেশ ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘নীতিমালা যেহেতু জারি করা হয়েছে, সেটা সবার জন্য মানা করা আবশ্যক। যারা ইতিমধ্যে লভ্যাংশ ঘোষণা করেছে তাদেরও মানতে হবে।
আবু আহমেদ বলছেন ‘অন্যায়’
পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তকে অযাচিত বলেছেন। নিউজবাংলাকে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংক চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগ সীমা, প্রভিশন সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দিতে পারে। কিন্তু কোনো প্রতিষ্ঠান লাভ করলে সেখানে থেকে কত লভ্যাংশ দেবে, সেটা সেই প্রতিষ্ঠানের নিজস্ব বিষয়। এখানে সীমা বেধে দেয়ার কোনো প্রয়োজন নেই।’
এই ঘোষণায় বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আইডিএলসি যখন লভ্যাংশ ঘোষণা করল, তখন বিনিয়োগকারীরা ৭০ টাকার বেশি দামে আইডিএলসির শেয়ার কিনেছে। বিনিয়োগকারীরা লভ্যাংশ হিসাব করেই নতুন বিনিয়োগ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের পর এক দিনে দাম কমল ৩ টাকা ৩০ পয়সা। এখন তাদের লোকসানের দায় কে নেবে?’
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি আনম আতাউল্লাহ নাঈম নিউজবাংলাকে বলেন, ‘যাদের সক্ষমতা নেই তারা যদি লভ্যাংশ দেয়, তাহলে বাংলাদেশ ব্যাংক তাদের আটকাতে পারে। কিন্তু যে কোম্পানির সক্ষমতা আছে তাকে তা দিতে দেয়া উচিত। সব প্রতিষ্ঠানের জন্য একধরনের সিদ্ধান্ত পুঁজিবাজারের জন্য ভালো হবে না।’
তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা অপেক্ষায় থাকেন বছর শেষে কোম্পানি ভালো লভ্যাংশ দেবে। এটাই দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণ। কিন্তু সেখানেও যদি বাধা দেয়া হয় তাহলে সার্বিক পুঁজিবাজারে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।’
আর্থিক খাতে দরপতন
কেন্দ্রীয় ব্যাংক লভ্যাংশ ঘোষণার বিষয়ে নীতিমালা দেয়ার পর বৃহস্পতিবার আর্থিক খাতের শেয়ারের ব্যাপক মূল্য পতন হয়েছে।
সামগ্রিকভাবে সূচক বাড়লেও সবচেয়ে বেশি দরপতন হওয়া ১৮টি প্রতিষ্ঠানের ১০টিই আর্থিক খাতের।
এই খাতের ২৩টি কোম্পানির মধ্যে একটির লেনদেন স্থগিত আছে দীর্ঘদিন ধরে। দুটির শেয়ার দর আছে ফ্লোর প্রাইসে। অর্থাৎ এর চেয়ে আর দাম কমতে পারবে না।
বাকি ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে এক দিনে। দর ধরে রাখতে পেরেছে তিনটি প্রতিষ্ঠান। আর সামান্য দাম বেড়েছে কেবল সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির, যেটির কর্মপন্থা অন্য আর্থিক প্রতিষ্ঠানের মতো নয়।