সুপারশপ স্বপ্নতে শুরু হয়েছে শিশুদের ছবি আঁকার উৎসব। দেশের সব আউটলেটে একযোগে চলছে ‘স্বপ্ন আঁকো বর্ণমালায়’ নামের উৎসবটি।
১৫৭টি আউটলেটে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উৎসব চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
ছবি আঁকার প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারবে ৪-১০ বছর বয়সী শিশুরা। অবশ্য অংশ নেয়ার জন্য আগ্রহীদের স্বপ্নের আউটলেট থেকে নির্দিষ্ট আর্ট পেপার সংগ্রহ করতে হবে। এরপর বাসা থেকে ছবি এঁকে ওই আর্ট পেপারটি আউটলেট ম্যানেজারের কাছে নাম, ফোন নম্বারসহ জমা দিতে হবে।
গত বছর এই আয়োজনে আউটলেটে বসেই প্রতিযোগীদের আঁকার সুযোগ ছিল। করোনার কারণে এবার সেটি করা যাচ্ছে না বলে জানিয়েছে আয়োজকরা।
এ বিষয়ে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘মূলত ক্ষুদে শিল্পীদের অনুপ্রেরণা, উৎসাহ দিতে এই আয়োজন। আমরা চেষ্টা করব সব অংশগ্রহণকারীকে পুরস্কার দিতে। আমরা চাই ভাষার মাস কাটুক রঙের সঙে, স্বপ্ন থাকুক রঙে রঙে।’