নানা আলোচনা-সমালোচনার পর শেষে বৃহস্পতিবার প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি সংবাদিকদের বলেন, ‘আমাকে চার মাসের জন্য নিয়োগ দেয়া হয়েছে। কোম্পানির শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে কোম্পানির আর্থিক বিবরণী সঠিকভাবে যাচাই করতে শিগগিরই আন্তর্জাতিক মানের দুটি অডিট ফার্ম নিয়োগ দেয়া হবে।’
২০১৯ সাল আইডিআরএ কোম্পানিটিতে দুটি নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগ করে। কিন্ত ডেল্টা লাইফ নিরীক্ষক প্রতিষ্ঠানটিকে কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ আছে।
তিনি বলেন, প্রশাসক নিয়োগ করা হলেও কোম্পানির সার্বিক কার্যক্রম আগের মতোই চলবে। কোম্পানির শেয়ারহোল্ডার-গ্রাহকেরা যেন হয়রানির শিকার বা ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
এর আগে ৭ ফেব্রুয়ারি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে আইডিআরএ চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন, এফসিএ-এর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ আনে।
চেয়ারম্যানের বিরুদ্ধে কোম্পানির মুখ্য নির্বাহী নিয়োগ অনুমোদন না দেয়াসহ কোম্পানির সঠিক তথ্য না দেয়ায় জরিমানা আরোপের হুমকির অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান বলেন, আইডিআরএ-এর বর্তমান চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন একসময় এ কোম্পানিতে চাকরি করতেন। পরবর্তীতে তিনি এ কোম্পানি থেকে চলে যান। এই ক্ষোভের বশেই তিনি প্রতিশোধ নিচ্ছেন।
তিনি বলেন, ড. মোশাররফ হোসেন কোম্পানিটির কর্মকর্তার কাছে ২ কোটি টাকা ঘুষ দাবি করেন। এই ঘুষ তিনি দাবি করেন কোম্পানির আইন শাখার প্রধান আব্দুল আউয়ালের কাছে। এ-সংক্রান্ত মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ডও সংরক্ষণ করা হয়েছে বলে জানানো হয়।
এমন অভিযোগের ব্যাপারে আইডিআরএ চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘আমার সাবেক কর্মস্থল ছিল ডেল্টা লাইফ। আমি সেখানে সুনামের সঙ্গে কাজ করেছি। এখন তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়ায় মূলত ক্ষিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে।’
তিনি বলেন, কোম্পানির স্বচ্ছতার জন্য প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। চার মাসের সময় দেয়া হয়েছে প্রশাসককে। কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পেতেই প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, যা কিছু করা হয়েছে আইনের মধ্যে থেকেই করা হয়েছে।’
তিনি আরও বলেন, কোম্পানির শেয়ারহোল্ডারসহ গ্রাহকদের স্বার্থ রক্ষায় আইডিআরএ কাজ করছে এবং কোম্পানিটি যেসব অপপ্রচার চালিয়েছে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’