পুঁজিবাজারে বেক্সিমকো লিমিডেটের উল্লম্ফন চলছেই। সোমবার লেনদেন শুরুর এক ঘন্টায় ১৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানিটির।
এ সময়ে কোম্পানিটির এক কোটি ৪২ লাখের বেশি শেয়ার ৯৩ দশমিক ৭ টাকায় লেনদেন হয়।
এদিকে সোমবার কোম্পানিটি তাদের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই ওয়েবসাইটে বলা হয়েছে, এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৩ পয়সা।
ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৯২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৫৪ পয়সা। এ ছাড়া ২০২০ সাল শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ২৯ পয়সা।
এ বিষয়ে কোম্পানির সেক্রেটারি আসাদুউল্লাহ নিউজবাংলাকে বলেন, করোনাকালীন সময়ে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিপি) উৎপাদনসহ মাস্ক, পোশাক রপ্তানি আমাদের আয়ে বড় ভূমিকা রেখেছে।
তিনি জানান, এ সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কাছে ৬৫ লাখ মেডিক্যাল সামগ্রীর সঙ্গে পিপিপিও রপ্তানি করা হয়েছে, যা কোম্পানির আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রথম এক ঘণ্টায় লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা জিবিবিপাওয়ার লিমিটেডের ৪৮ লাখ শেয়ার লেনদেন হয় ১২ কোটি টাকায়। তৃতীয়স্থানে ছিল রবি, যার ৪৬ লাখ ২২ হাজার শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি টাকায়।
সূচক ও লেনদেন
লেনদেনের এক ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮১২ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস দুই দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৯৪ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক এক দশমিক শূন্য দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২১১ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৩৩টির ও পাল্টায়নি ৮৩টির দর। লেনদেন হয়েছে ৪৯১ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এক ঘণ্টায় প্রধান সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৬৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ১১ কোটি টাকা।