বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুঁজিবাজারে কারসাজি: জরিমানা পৌনে পাঁচ কোটি

  •    
  • ২০ জানুয়ারি, ২০২১ ২০:১৫

নর্দান জুট ম্যানুফ্যাক্সারিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ফাইন ফুডস ও স্টাইলক্র্যাফট এর শেয়ার লেনদেনে কারসাজি প্রমাণিত হওয়ায় তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।

পুঁজিবাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানো ও কমানোর প্রমাণ পেয়ে ১৬ ব্যক্তি ও এক সিকিউরিটিজ হাউজকে চার কোটি ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৭৫৮তম কমিশন সভা শেষে সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সভায় সভাপতিত্ব করেন কমিশন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

নর্দান জুট ম্যানুফ্যাক্সারিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ফাইন ফুডস ও স্টাইলক্র্যাফট এর শেয়ার লেনদেনে কারসাজি প্রমাণিত হওয়ায় তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।

সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আমানত উল্লাহকে এক কোটি, শিউলী পালকে ৫০ লাখ, তোফাজ্জাল হোসেনকে ৪০ লাখ, প্রশান্ত কুমার হালদারকে ২৫ লাখ, পরিমল চন্দ্র পাল, সমির রঞ্জন পাল ও রিপন শেখকে ২০ লাখ করে, চিত্ত হারান দত্তকে ১২ লাখ, মল্লিক আবু বক্করকে ১০ লাখ, সালেহ আহমেদ সিদ্দিকী ও অমল কৃষ্ণ দাসকে সাত লাখ করে এবং বিধান মিস্ত্রী ও সেতারা বেগমকে পাঁচ লাখ টাকা করে আর জেমস মার্টিন দাসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এখানে পরিমল চন্দ্র পাল মূল কারসাজিকারী এবং রিপন শেখ, মল্লিক আবু বক্কর, তোফাজ্জাল হোসেন, বিধান মিস্ত্রী ও অমল কৃর্ণ দাস তার সহযোগী ছিলেন।

নর্দান জুটের শেয়ারে কারসাজি করায় প্রশান্ত কুমার (পি কে) হালদারকে জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি লুট করে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

তারই মালিকানাধীন দুই প্রতিষ্ঠান হাল ইন্ডাস্ট্রিজ ও সন্দ্বীপ করপোরেশন। কারসাজিতে জড়িত থাকায় হাল ইন্ডাস্ট্রিজকে ৮৫ লাখ ও সন্দ্বীপ করপোরেশনকে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধিতে সক্রিয় অংশগ্রহণ করে এসব ব্যক্তি ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ১৭ এর সেকশন (ই) (ভি) ভঙ্গ করেছে।

এছাড়া সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গ করায় বালি সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসির মুখপাত্র রেজাউল করিম নিউজবাংলাকে বলেন, সিকিউরিটিজ আইন ভঙ্গ করে অস্বাভাবিক দর বৃদ্ধিতে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণিত হওয়ায় শাস্তির আওতায় আনা হয়েছে। এটা নিয়মিত কাজ। পুঁজিবাজারে যারাই কারসাজি করবে তাদেরই চিহিৃত করে শাস্তির আওতায় আনা হবে।

তিনি জানান, জরিমানার এই টাকা কমিশনের ফান্ডে জমা হবে।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার ও বিডি অটোকারসের শেয়ার কারসাজির অপরাধে তিন কোম্পানি ও এক ব্যক্তিকে ৫ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর আর কখনো এত টাকা জরিমানা করা হয়নি।

এ বিভাগের আরো খবর