বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাপে হিমশিম ডিএসই, আইটি টিমকে তলব

  •    
  • ১৮ জানুয়ারি, ২০২১ ২১:৪১

পুঁজিবাজারে সম্প্রতি লেনদের বেড়েছে। চলতি মাসে এখন পর্যন্ত গড় লেনদেন প্রায় দুই হাজার কোটি টাকা। এ জন্য কিছুটা জটিলতায় পড়েছে ডিএসই। তাদের ওয়েবসাইটে দিনের লেনদেন শেষ হওয়ার ২০ থেকে ২৫ মিনিট পর খাতভিক্তিক তথ্য পাওয়া যাচ্ছে, যা পাঁচ মিনিটেই পাওয়ার কথা। 

লেনদেন চাপ যতই বাড়ুক হালনাগাদ তথ্য যেন যথাসময়ে পাওয়া যায় সে জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের আইটি অ্যাডভাইজারি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমন্টে টিমকে তলব করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপ-পরিচালক মো. সাইফুল ইসলামের সই করা এক চিঠিতে টিমটির তিন সদস্যসহ ১০ জনকে তলব করা হয়েছে। তাদের মধ্যে আছেন ডিএসইর দু্ইজন শেয়ারহোল্ডার পরিচালক, একজন স্বতন্ত্র পরিচালক,একজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও)।

তলবি বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

আগামী এপ্রিল মাস থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানির শেয়ারের আনুপাতিক সমবণ্টনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ সংক্রান্ত সর্বশেষ সভায় ডিএসইর পক্ষ থেকে জানানো হয়,এ সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওটিপি) পুরোপুরি কার্যকর নয়।

সভায় এও বলা হয়, এপ্রিল থেকে শেয়ারের আনুপাতিক সমবণ্টন কার্যকর করা হলে লেনদেন বাধাগ্রস্ত হতে পারে। প্রযুক্তি আধুনিকায়ন করে সুষ্ঠুভাবে লেনদেন পরিচালনা করতে জুন পর্যন্ত সময় প্রয়োজন বলে জানায় ডিএসই।

পুঁজিবাজারে সম্প্রতি লেনদের বেড়েছে। চলতি মাসে এখন পর্যন্ত গড় লেনদেন প্রায় দুই হাজার কোটি টাকা। এ জন্য কিছুটা জটিলতায় পড়েছে ডিএসই।

দেশের প্রধান এই শেয়ারবাজারের ওয়েবসাইটে দিনের লেনদেন শেষ হওয়ার ২০ থেকে ২৫ মিনিট পর খাতভিক্তিক তথ্য পাওয়া যাচ্ছে, যা লেনদেন শেষ হওয়ার পর পাঁচ মিনিটেই পাওয়ার কথা।

আইটি অ্যাডভাইজারি ও স্ট্র্যাটেজিক ডেভেলপমন্টে টিমকে তলবের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘হ্যাঁ, তাদের ডাকা হয়েছে। এটা খুবই ভালো সিদ্ধান্ত। বিএসইসিরও জানা প্রয়োজন আছে আমাদের কী কী সক্ষমতা আছে।

‘আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করার জন্য। বিনিয়োগকারীদের রিয়েল টাইমে রিয়েল ইনফরমেশন দিতে। আনুপাতিক হারে শেয়ারের সমবণ্টন বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি।’

এ বিভাগের আরো খবর