হালনাগাদ করা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসসি) লেনদেনের মোবাইল অ্যাপ। এ কাজ চলাকালে ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন অ্যাপটি ৪৫ মিনিট বন্ধ রাখা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএসই অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) সক্ষমতা বৃদ্ধিতে সফটওয়্যার রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এ কারণে ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল অ্যাপে দুই ধাপে মোট পৌনে এক ঘণ্টা লেনদেন করা যাবে না। লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিট এবং শেষের ৩০ মিনিট অ্যাপটি বন্ধ থাকবে।
সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহের পাঁচ কার্য দিবসের প্রতিদিন লেনদেন শুরু হয় সকাল ১০টায়, শেষ হয় দুপুর আড়াইটায়।
ডিএসইর উপ মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ওএমএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিট ও শেষ ৩০ মিনিট অ্যাপ ব্যবহার করা যাবে না। তবে ১ ফেব্রুয়ারির পর যথা নিয়মে অ্যাপ ব্যবহার করা যাবে।’