বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সর্বোচ্চ দামে বিটকয়েন

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২০ ০০:৫৭

সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় বৈশ্বিক আর্থিক লেনদেন প্রতিষ্ঠান পেপ্যাল ঘোষণা করেছে তাদের নতুন এক সার্ভিসের মাধ্যমে সরাসরি বিটকয়েন কেনাবেচা করা যাবে। এরপরই মূলত তরতর করে বিটকয়েনের দামের পারদ উপরে উঠতে থাকে।

বিটকয়েন চালু হওয়ার পর থেকে ডিজিটাল মুদ্রাটির সর্বোচ্চ দাম উঠেছে গত বুধবার। এখন প্রতিটি বিটকয়েনের দাম ২০ হাজার ডলার ছাড়িয়েছে। ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি হিসেবে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।

সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবর বলছে, আগের দামের চেয়ে বুধবার বিটকয়েনের দাম মার্কিন ডলারের বিপরীতে ৭ শতাংশ বেড়ে গেলে প্রতিটির দাম দাঁড়ায় ২০ হাজার ৪৪০ মার্কিন ডলার।

বছরের শুরুতে যখন বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হয় তখন প্রায় সব দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন দেখা যায়। সেই সময় অর্থাৎ গত মার্চে প্রতি বিটকয়েনের দাম ছিল ৩ হাজার ৬০০ ডলার। এরপর ৪০০ শতাংশ বেড়ে বছর শেষে এসে তা ২০ হাজার ডলারে ঠেকেছে।

বিশ্লেষকরা বলছেন, বড় প্রতিষ্ঠানগুলো তাদের বিনিয়োগের জন্য এখন বিটকয়েন বেছে নিচ্ছে। তাই চাহিদা বেড়েছে।

এছাড়া কয়েকটি দেশ তাদের নিজেদের মুদ্রায় বিটকয়েন লেনদেন করতে পারবে বলে ঘোষণা দেয়ার পর এর লেনদেন বেড়েছে।

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, বিটকয়েনকে কখনোই মূলধারার মুদ্রায় আনা হবে না।

সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় বৈশ্বিক আর্থিক লেনদেন প্রতিষ্ঠান পেপ্যাল ঘোষণা করেছে তাদের নতুন এক সার্ভিসের মাধ্যমে সরাসরি বিটকয়েন কেনাবেচা করা যাবে। এরপরই মূলত তরতর করে বিটকয়েনের দামের পারদ উপরে উঠতে থাকে।

বিশ্বব্যাপী পেপ্যালের আড়াই কোটির বেশি মার্চেন্ট রয়েছে। আর তাদের জন্য বিটকয়েন লেনদেন সুবিধা দেয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি।

বিটকয়েন এক্সচেঞ্জ পরিচালনা করে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান ডিভে গ্রুপের চিফ এক্সিকিউটিভ নাইজেল গ্রিন বলেছেন, একটা শ্রেণি ডিজিটাল এমব মাধ্যম থেকে অনেক উপকৃত হচ্ছেন। তারা স্বাভাবিক ভাবেই আকৃষ্ট হচ্ছেন আরও বড় বিনিয়োগ করার দিকে। ফলে এর মাধ্যমে ভবিষ্যৎ আরও সম্ভাবনাময় হচ্ছে।

ডিজিটাল মুদ্রা হিসেবে বিশ্বে ২০১৭ সালে প্রথম বিটকয়েন চালু ও লেনদেন শুরু হয়।

এ বিভাগের আরো খবর