বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়ছে ‘অকারণে’

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২০ ১৫:৫৫

কোম্পানির সেক্রেটারি মুজিবুর রহমান বলেন, ‘গত কয়েকদিন ধরে শেয়ারের দাম বাড়ছে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে এমন কোনো তথ্য নেই, যাতে শেয়ারের দামে প্রভাব পড়তে পারে।’

পুঁজিবাজারে গেল কয়েকদিনে অস্বাভাবিক দাম বেড়েছে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির গেল এক মাসেরও কম সময়ে শেয়ার প্রতি দাম বেড়েছে ২০ টাকা।

কেন দাম বাড়ছে তা জানিয়ে কোম্পানির পক্ষ থেকে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্যে বলা হয়েছে, শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কোম্পানির কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

অর্থাৎ এই সময়ে কোম্পানির আয়-ব্যয় বা ব্যবসা সম্প্রসারণের কোনো তথ্য প্রকাশ করা হয়নি, যাতে শেয়ারের দামে প্রভাব পড়তে পারে।

কোম্পানির সেক্রেটারি মুজিবুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘গত কয়েকদিন ধরে শেয়ারের দাম বাড়ছে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে এমন কোনো তথ্য নেই, যাতে শেয়ারের দামে প্রভাব পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘কোনো কারণ ছাড়াই শেয়ারের দাম বাড়ায় এরিমধ্যে ডিএসই ওয়েব সাইটে এ বিষয়ে বিনিয়োগাকারীদের জানানো হয়েছে।’

গত ১৪ নভেম্বর ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি দর ছিল ৩১ দশমিক ০৮ টাকা। ১৪ দিনের ব্যবধানে ২৮ নভেম্বর দর বেড়ে হয় ৪৪ দশমিক ৪ টাকা।

১ ডিসেম্বর কোম্পানির শেয়ারের দর গেল একমাসের কম সময়ে সর্বোচ্চ অবস্থায় উঠে দাঁড়ায় ৫১ দশমিক ৭ টাকা। সোমবার বেলা সাড়ে ১১ টায় শেয়ার প্রতি লেনদেন হয় ৪৮ টাকা।

কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৭ কোটি টাকা, যার ৩৯ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের।

এ বিভাগের আরো খবর