বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনলাইন শপিং প্লাটফর্ম শার্টোলজিতে ভ্যাট গোয়েন্দার অভিযান

  •    
  • ৩ ডিসেম্বর, ২০২০ ২০:৪২

ভ্যাট গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। এজন্য তাদের ভিত্তিতে বিভাগীয় মামলা করা হয়।

নিবন্ধন না নিয়ে ব্যবসা করার অভিযোগে রাজধানীর মিরপুরে অনলাইন শপিং প্লাটফর্ম ‘শার্টোলজিতে’ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দারা।

বৃহস্প্রতিবার ভ্যাট নীরিক্ষা ও গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মো. মাহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ অভিযান চালায়।ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভ্যাট নীরিক্ষা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভ্যাট নিবন্ধন না নিয়ে ব্যবসা করা দণ্ডনীয় অপরাধ। প্রতিষ্ঠানটি নিবন্ধন ছাড়াই অনলাইনে পণ্য বিক্রয় করে আসছে।’

মইনুল খান জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। এজন্য তাদের ভিত্তিতে বিভাগীয় মামলা করা হয়। গোয়েন্দা কর্মকর্তরা জানান, শার্টোলজি অনলাইনে পুরুষদের শার্ট বিক্রির বিজ্ঞাপন দিয়ে, তা বাহক মারফত গ্রাহকের নিকট সরবরাহ করে থাকে।শার্টোলজি গত জুন ২০১৯ থেকে নভেম্বর পর্যন্ত ৬০ লাখ টাকার পণ্য বিক্রি করে।

আইন অনুযায়ী, অনলাইন লেনদেনের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রযোজ্য। ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করলেও সরকারি কোষাগারে জমা দেয়নি প্রতিষ্ঠানটি।

ভ্যাটের বিচারিক আদালতে অভিযোগ প্রমাণিত হলে ফাঁকিকৃত ভ্যাট পরিশোধসহ দ্বিগুণ জরিমানা হতে পারে।

এ রকম ভ্যাট ফাঁকি দিয়ে আরও যেসব প্লাটফর্মে ব্যবসা করছে তাদের সম্পর্কেও খোঁজ-খবর নিচ্ছে ভ্যাট গোয়েন্দারা। অনুসন্ধান শেষে নেয়া হবে আইনি ব্যবস্থা।

 

 

এ বিভাগের আরো খবর