এক যুগের বেশি অর্থাৎ তের বছর আগে শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছিল চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির। সিনেমাটি সেসময় ব্যবসাসফল হয়েছিল এবং এর মধ্য দিয়ে ঢালিউড পেয়েছিল একটি নতুন জুটি।
সেই সিনেমাটির পর বেশ কিছু ছবিতেই একসঙ্গে কাজ করেছেন বাপ্পি-মাহি। তাদের দুজনকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাতে, ২০১৮ সালে।এরপর তাদের দুজনকে আর একসঙ্গে পাওয়া যায়নি।
এদিকে গতকাল সকালে নিজের ফেসবুক পেজে বাপ্পী চৌধুরীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন মাহিয়া মাহি। ছবিটির ক্যাপশনে লেখা, ‘১০ বছর পর বন্ধুর সঙ্গে।’
সেই পোস্টে অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি জুটিটির প্রশংসা করেছেন অনেকেই।
সেই পোস্টে অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি জুটিটির প্রশংসা করেছেন অনেকেই।
কেউ কেউ আবার তাদের জুটিকে মিস করছেন জানিয়ে মন্তব্যও করেছেন।
তবে মাহি কি হিসেবে ‘১০ বছর পর একসঙ্গে’ লিখেছেন, তা স্পষ্ট নয়। যেখানে তাদেরকে একসঙ্গে পর্দায় দেখা গেছে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অনেক দামে কেনা’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে।
জানা গেছে, বাপ্পী ও মাহি দুজনেই এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সেখানেই একত্রিত হয়ে আড্ডার ফাঁকে ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী।
উল্লেখ্য, সিনেমা ছেড়ে হঠাৎ করেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মাহিয়া মাহি। এরপর সেখানে ব্যর্থ হয়ে আবারও সিনেমায় ফেরার ঘোষণা দেন কিন্তু তার আর ফেরা হয়নি। গেল বছরে পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নায়িকা। অন্যদিকে অনেক দিন ধরেই পর্দায় নেই বাপ্পি, কিছুদিন আগে তিনিও পাড়ি দেন সেখানে।
যাওয়ার পর তিনি জানিয়েছেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তাকে ঠিকমতো ব্যবহার করতে পারেননি।